Sunday, July 2, 2017

সহজে সংবিধান ও এর অনুচ্ছেদ সমূহ মনে রাখার উপায়

সহজে সংবিধান ও এর অনুচ্ছেদ সমূহ মনে রাখার উপায়  : 

বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪ টিঃ 
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ।
সংবিধানের ১১টি ভাগ ।
অনুচ্ছেদ ১৫৩ টি ।
২য় ভাগ - রাষ্ট্র পরিচালনার মূলনীতি Fundamental Principles of State Policy ( অনুচ্ছেদ ৮ - ২৫ )
৩য় ভাগ - মৌলিক অধিকার Fundamental Rights ( অনুচ্ছেদ ২৬ - ৪৭ক)

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
প্ররামৌনি আবিনি মবাং জসং বি
.
মিলিয়ে নেই -
১। প্র - প্রজাতন্ত্র
২। রা -রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩। মৌ- মৌলিক অধিকার
৪। নি- নির্বাহী বিভাগ
৫। আ - আইন সভা
৬। বি - বিচার বিভাগ
৭। নি - নির্বাচন
৮। ম - মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯। বাং - বাংলাদেশের কর্মবিভাগ
৯ক। জ - জরুরী বিধানাবলী
১০। সং -সংবিধান সংশোধন
১১। বি - বিবিধ
.
আলাদা ভাবে অনুচ্ছেদ মনে রাখার উপায়ঃ 
.
অনুচ্ছেদ ১-১২
▬▬▬▬▬▬▬▬▬▬
.।
অনুচ্ছেদ ১-১২ মোটামুটি এমনি মনে থাকে। এই অনুচ্ছেদ গুলোর মধ্যে গুরুত্তপূর্ন অনুচ্ছেদ গুলো হল-
.
১- বাংলাদেশের নাম
২- প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক- রাষ্ট্রধর্ম
৩- রাষ্ট্র ভাষা বাংলা
৪- জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক
৪ক- বঙ্গবন্ধুর প্রতিকৃতি (১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে)
৫- রাজধানী ঢাকা 
৬- নাগরিকত্ব বাংলাদেশী ।
৭- সংবিধানের প্রজাতন্ত্র
৮- রাষ্ট্রীয় মূলনীতি ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে )
৯- স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে )
১০- সমাজতন্ত্র ও শোষণমুক্তি
১১- গনতন্ত্র ও মানবাধিকার
১২- ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে )
.
অনুচ্ছেদ ১৩-২৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অনুচ্ছেদ ১৩ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত মনে রাখার উপায়ঃ
মালি কৃষককে মৌজা গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় ও উপজাতি সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন ।
.
১৩- মালি - মালিকানার নীতি
১৪- কৃষক - কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫- মৌ - মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬- গ্রাম - গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭- অবৈতনিক - অবৈতনিক ও বাধ্যতা মূলক শিক্ষা
১৮- জনস্বাস্থ্য - জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৮ক- পরিবেশের - পরিবেশ ও জীববৈচিত্র্য
১৯- সুযোগের সমতা - সুযোগের সমতা
২০- অধিকার ও কর্তব্য রূপে - অধিকার ও কর্তব্য রূপে কর্ম
২১- নাগরিক - নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
২২- নির্বাহী বিভাগ থেকে - নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরন
২৩- জাতীয় সংস্কৃতি - জাতীয় সংস্কৃতি
২৩ক - উপজাতি সংস্কৃতি - উপজাতি সংস্কৃতি
২৪- জাতীয় স্মৃতি নিদর্শন -জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি
২৫- আন্তর্জাতিক শান্তি - আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
.
অনুচ্ছেদ- ২৬ থেকে ৩১
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখার উপায়ঃ
.
মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম , সরকারী নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহনে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে ।
.
২৬- মৌলিক অধিকার - মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল
২৭- আইনের দৃষ্টিতে - আইনের দৃষ্টিতে সমতা
২৮- ধর্ম - ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯- সরকারী নিয়োগ - সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা
৩০- বিদেশী খেতাব গ্রহনে - বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১- আইনের আশ্রয় লাভের অধিকার - আইনের আশ্রয় লাভের অধিকার
.
অনুচ্ছেদ- ৩২ থেকে ৩৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত মনে রাখার উপায়ঃ
.
জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয় ।
.
৩২-জীবনে - জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩-গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি - জবরদস্তি শ্রম নিষিদ্ধকরন
৩৫- বিচার- বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
.
অনুচ্ছেদ- ৩৬ থেকে ৩৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৩৯ পর্যন্ত মনে রাখার উপায়ঃ 
.
চসমা সংবা(দ)ক
.
৩৬-চ - চলাফেরার স্বাধীনতা
৩৭-সমা – সমাবেশের স্বাধীনতা
৩৮- সং - সংগঠনের স্বাদহীনটা
৩৯- বাদ(ক) - চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
.
অনুচ্ছেদ- ৪০ থেকে ৪৩
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অনুচ্ছেদ ৪০ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখার উপায়ঃ
.
পে ধ স গৃ
.
৪০-পে -পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১- ধ – ধর্মীয় স্বাধীনতা
৪২- স - সম্পত্তির অধিকার
৪৩- গৃ - গৃহ ও যোগাযোগের রক্ষণ
.
অনুচ্ছেদ (৩১-৪৩) এইভাবে মনে রাখা যায় ।
.
রবিন আইনের আশ্রয় পেতে জীবন ও ব্যক্তি স্বাধীনতা খর্ব করে পুলিশরে কাছে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জোর জবরদস্তি পরিশ্রম করালো কিন্তু পুলিশের বিচার হলো না। কোন উপায় না পেয়ে রবিন অনেক চলাফেরা করে একটা সমাবেশে গিয়ে সংগঠনের কথা বলে, যেখানে সবার চিন্তা ও বিবেকের স্বাধীনতা, পেশা ও ধর্মীয় স্বাধীনতা থাকবে বলে ঘোষনা দিল। এতে বাড়িতে অনুপস্থিতি থাকার কারনে চোর তার সব সম্পত্তি চুরি করে নিয়ে গেল ও গৃহে আগুন দিল।
.
৩১ – আইনের আশ্রয় - আইনের আশ্রয় লাভের অধিকার
৩২ - জীবন ও ব্যক্তি স্বাধীনতা - জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার
৩৩ - গ্রেপ্তার - গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি পরিশ্রম - জবরদস্তি শ্রম নিষিদ্ধ
৩৫ – বিচার - বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা
৩৬ - চলাফেরা - চলাফেরার স্বাধীনতা
৩৭- সমাবেশে - সমাবেশের স্বাধীনতা
৩৮- সংগঠনের - সংগঠনের স্বাধীনতা
৩৯ - চিন্তা ও বিবেকের স্বাধীনতা - চিন্তা ও বিবেকের স্বাধীনতা
৪০ - পেশা - পেশা ও বৃত্তির স্বাধীনতা
৪১ - ধর্মীয় স্বাধীনতা - ধর্মীয় স্বাধীনতা
৪২ - সম্পত্তি - সম্পত্তির অধিকার
৪৩ - গৃহে - গৃহ ও যোগাযোগ রক্ষন
.
অনুচ্ছেদ- ৪৪ থেকে ৪৭ক।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

অনুচ্ছেদ ৪৪ থেকে অনুচ্ছেদ ৪৭ক পর্যন্ত মনে রাখার উপায়ঃ
.
মৌলিক শৃঙ্খলা দায়মুক্তি কতিপয় সংবিধান
.
৪৪ - মৌলিক - মৌলিক অধিকার বলবৎকরন
৪৫- শৃঙ্খলা- শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন
৪৬- দায়মুক্তি- দায়মুক্তি বিধানের ক্ষমতা
৪৭- কতিপয় - কতিপয় আইনের হেফাজত
৪৭ক- সংবিধান- সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা
.
অনুচ্ছেদ- ৪৮ থেকে ৫৪
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে রাখার উপায়ঃ
.
রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।
.
৪৮-রাষ্ট্রপতি -রাষ্ট্রপতি
৪৯-ক্ষমার –ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০- মেয়াদে - রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১- দায়মুক্তি - রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২-অভিসংশন –রাষ্ট্রপতির অভিসংশন
৫৩- অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪- স্পীকার - অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার
.
অনুচ্ছেদ- ৫৫ থেকে ৫৮
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অনুচ্ছেদ ৫৫ থেকে অনুচ্ছেদ ৫৮ পর্যন্ত মনে রাখার উপায়ঃ
.
মন্ত্রিসভায় মন্ত্রিগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।
.
৫৫-মন্ত্রিসভায় - মন্ত্রিসভা
৫৬-মন্ত্রিগণ - মন্ত্রিগণ
৫৭- প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮- অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ - অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
.
অনুচ্ছেদ- ৬৫ থেকে ৭৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অনুচ্ছেদ ৬৫ থেকে অনুচ্ছেদ ৭৯ পর্যন্ত মনে রাখার উপায়ঃ
.
সংসদ সদস্যগন শুন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশেনে ভাষনের অধিকার স্পীকার কে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।
.
৬৫- সংসদ –সংসদ প্রতিষ্ঠা
৬৬- সদস্যগন –সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭- শুন্য - সদস্যদের আসন শুন্য হওয়া
৬৮- পারিশ্রমিকে - সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯- অর্থদন্ড– শপথ গ্রহনের পূর্বে আসন গ্রহন বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড
৭০- পদত্যাগের কারনে – পদত্যাগ ইত্যাদি কারনে আসন শূন্য হওয়া
৭১- দ্বৈত- দ্বৈত সদস্যতায় বাঁধা
৭২- অধিবেশেনে –সংসদের অধিবেশেন
৭৩- ভাষনের –সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক- অধিকার - সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪- স্পীকার - স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫- কোরাম – কার্যপ্রনালী বিধি, কোরাম প্রভৃতি
৭৬- স্থায়ী কমিটি – সংসদের স্থায়ী কমিটি সমূহ
৭৭- ন্যায়পাল - ন্যায়পাল
৭৮- সচিবালয় - সচিবালয়


বাংলাদেশের সংবিধান

.
আরো বেশ কিছু অনুচ্ছেদ আপনাদের নিজেদের প্রয়োজনে পড়া উচিৎ,
.
অনুচ্ছেদ-৬৩- যুদ্ধ
অনুচ্ছেদ- ৬৪- অ্যাটনী জেনারেল
অনুচ্ছেদ- ৮১- টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ
অনুচ্ছেদ-৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
অনুচ্ছেদ- ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
অনুচ্ছেদ- ১২২-ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা
অনুচ্ছেদ-১৪১ ক, খ, গ- জরুরী অবস্থা
অনুচ্ছেদ- ১৪২-সংবিধান সংশোধন
১৪৫ক- আন্তর্জাতিক চুক্তি
১৪৮- পদের শপথ ।


JY3PX1
Previous Post
First

TheResultsBD is a largest Education Portal for PSC Results, SSC Results, HSC Results, Exam Routine, Job Circular, Admission results and all educational tools for the students in Bangladesh.

Related Posts

0 comments: