প্রবাদ-প্রবচন পর্ব-০১
1) A bad workman quarrels with his tools ➫ নাচতে না জানলে উঠান বাঁকা
2) A bird in hand is worth two in the bush ➫ গাছের দশটা থেকে পাতের একটাই ভাল ।
3) A burnt child always fears fire. ➫ ন্যাড়া একবারই বেলতলায় যায়।/ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ।
4) A cat has nine lives. ➫ কই মাছের প্রাণ শক্ত বড়
5) A cat loves fish but is loath to wet her feet. ➫ ধরি মাছ না ছুঁই পানি
3) A burnt child always fears fire. ➫ ন্যাড়া একবারই বেলতলায় যায়।/ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ।
4) A cat has nine lives. ➫ কই মাছের প্রাণ শক্ত বড়
5) A cat loves fish but is loath to wet her feet. ➫ ধরি মাছ না ছুঁই পানি
6) A drowning man catches at a straw ➫ ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে ।
7) A little learning is a dangerous thing ➫ অল্পবিদ্যা ভয়ঙ্করী ।
8) A stitch in time saves nine. ➫ সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়
9) A tree is known by its fruit ➫ ফলেই পরিচয় ।
10) Adversity often leads to prosperity. ➫ দুর্ভাগ্যই অনেক স্থানে সৌভাগ্যের মুল
11) After cloud comes fair weather. ➫ দুঃখের পর সুখ আসে
12) After death comes the doctor ➫ চোর পালালে বুদ্ধি বাড়ে
13) After meat comes mustard ➫ নুন আনতে পান্তা ফুরায় ।
14) After sweetmeat comes sauce. ➫ যত হাসি তত কান্না
15) All covet , all lost ➫ অতি লোভে তাঁতি নষ্ট ।
16) All feet tread not in one shoe ➫ নানা মুনির নানা মত ।
17) All his geese are swans. ➫ নিজের জিনিস সকলেই ভাল দেখে
18) All that glitters is not gold ➫ চক্ চক্ করলেই সোনা হয় না ।
19) All's well that ends well. ➫ শেষ ভাল যার সব ভাল তার
20) As is the evil , so is the remedy. ➫ যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। যেমন কুকুর তেমন মুগুর ।
21) As you sow, so shall you reap ➫ যেমন কর্ম তেমন ফল ।
22) Bachelor's wife and maid's children are always well taught. ➫ মাথা নেই তার মাথা ব্যাথা
23) Barking dogs seldome bite ➫ যত গর্জে তত বর্ষে না ।
24) Before you marry , be sure of a house where in to tarry. ➫ বিয়ে করতে কড়ি আর ঘর বাধতে ছড়ি
25) Beggar may sing before a pick-pocket. ➫ ন্যাংটার নেই বাটপারের ভয়
26) Beggars must not be choosers. ➫ ভিক্ষার চাল কাঁড়া আর আকাড়াঁ
27) Better alone than in bad company. ➫ কু সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল
28) Better an empty house than an ill tenant. ➫ দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল
29) Birds of a same feather flock together. ➫ চোরে চোরে মাসতুতো ভাই
30) Black will take no other hue ➫ কয়লা ধুলেও ময়লা যায় না ।
31) Build castle in the air. ➫ আকাশ কুসুম রচনা করা
32) Call a spade a spade. ➫ স্পষ্টা স্পষ্টি কথা বলা
33) Carry coal to Newcastle. ➫ তেলে মাথায় তেল দেওয়া
34) Cast pearls before swine. ➫ উলু বনে মুক্তা ছড়ানো
35) Charity begins at home ➫ আগে ঘর , তবে তো পর ।
36) Cheap goods are dear in the long run ➫ সস্তার তিন অবস্থা
37) Child is father to the man. ➫ উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়
38) Cut off one's nose to spite one's face. ➫ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা
39) Cut your coat according to your cloth. ➫ আয় বুঝে ব্যয় কর
40) Devil would not listen to the scripture. / You can't reform a rogue. ➫ চোরে না শুনে ধর্মের কাহিনী
41) Diligence is the mother of good luck ➫ পরিশ্রমই সৌভাগ্যের মূল ।
42) Diligence is the mother of good luck. / Industry is the mother of success. ➫ পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি
43) Do or die / Risk all to win. ➫ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
44) Empty vessels sound much ➫ শুণ্য কলসী বাজে বেশী ।
45) Empty vessels sound much. / Too much talk ends nothing. ➫ অসারের তর্জন গর্জনই সার / শুন্য কলসী বাজে বেশি
46) Every man is for himself. ➫ চাচা আপন প্রাণ বাঁচা
47) Everybody's business is nobody's business. ➫ ভাগের মা গঙ্গায় পায় না
48) Example is better than percept ➫ উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভাল ।
49) Familiarity breeds contempt. ➫ বেশি মাখামাখি করলে মান থাকে না
50) Faults are thick where love is thin. ➫ যাকে দেখতে নারি তার চলন বাঁকা
0 comments: