বিসিএস প্রস্তুতি: মহাকাশে স্যাটেলাইট |
বিসিএস প্রিলিমিনারি, রিটেন, ভাইভাসহ যেকোনো জব পরীক্ষার জন্য বাংলাদেশর প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি নিয়ে আলোচনা করা হলো ।
- ১.মহাকাশের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) এর নাম কি?
- উওর--বঙ্গবন্ধু-১
- ২.মহাকাশের উদ্দেশ্যে বঙ্গবন্ধু-১(কৃত্রিম উপগ্রহ) কবে এবং কয়টার সময় যাত্রা শুরু করেছিল?
- উওর--২০১৮ সালের ১২ মে, রাত ২ টা ১৪ মিনিটে
- ৩.মহাকাশের উদ্দেশ্যে বঙ্গবন্ধু-১(কৃত্রিম উপগ্রহ) কোথা হতে যাত্রা শুরু করেছিল?
- উওর--যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার
- ৪.বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের কত তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়?
- উওর--৫৭ তম দেশ
- ৫.বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর কাজ করছিল কোন মহাকাশ গবেষণা সংস্থা?
- উওর--স্পেসএক্স
- ৬. স্পেসএক্স মহাকাশ গবেষণা সংস্থার যে রকেটে করে বঙ্গবন্ধু-১ যাত্রা শুরু করে সেটির নাম কি ছিল?
- উওর--ফ্যালকন-৯
- ৭.বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ন্ত্রণ এর জন্য গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন কোথায় অবস্থিত ?
- উওর--বাংলাদেশের গাজীপুর এর জয়দেবপুর
- ৮.বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ন্ত্রণ এর জন্য কোন স্থান বিকল্প হিসেবে ব্যাবহৃত হয়ে থাকবে?
- উওর--রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন
- ৯.মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কত ডিগ্রীতে অবস্থান করছে এবং কোন দিকের দ্রাঘিমাংশে??
- উওর--১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
- ১০.মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের আওতায় কোন কোন দেশ আছে?
- উওর--সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ।
- ১১.বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পটি বাস্তবায়নে ব্যায় হয়েছিল কি পরিমান অর্থ এবং ??
- উওর--২ হাজার ৭৬৫ কোটি টাকা
- ১২.বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পটি বাস্তবায়নে ব্যায়কৃত ২ হাজার ৭৬৫ কোটি টাকা এর মাঝে কি পরিমাণ অর্থ সরকার দিয়েছিল, কি পরিমাণ অর্থ ঋণ নেওয়া হয়েছিল এবং কোন বহুজাতিক ব্যাংক ঋণ দিয়েছিল??
- উওর--১ হাজার ৩১৫ কোটি টাকা বাংলাদেশ সরকার ও বাকি ১ হাজার ৪৫০ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছিল। এ ঋণ দিয়েছে বহুজাতিক ব্যাংক
- এইচএসবিসি।
- ১৩.স্যাটেলাইট তৈরির এই পুরো কর্মযজ্ঞ বাস্তবায়িত হয়েছিল কোন কমিশনের তত্ত্বাবধানে??
- উওর--বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তত্ত্বাবধানে।
- ১৪.স্যাটেলাইট তৈরির কাজ কয়টি ধাপে করা হয়েছিল এবং ধাপগুলো কি কি ?
- উওর--তিনটি ধাপে এই কাজ হয়েছিল।ধাপগুলো হলো স্যাটেলাইটের মূল কাঠামো তৈরি, স্যাটেলাইট উৎক্ষেপণ ও ভূমি থেকে নিয়ন্ত্রণের জন্য গ্রাউন্ড স্টেশন তৈরি।
- ১৫.বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মূল অবকাঠামো তৈরি করেছিল কোন দেশের মহাকাশ সংস্থা এবং সেটির নাম কি?
- উওর-- ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেস।
- ১৬.স্যাটেলাইট তৈরির কাজ শেষে কবে এটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়ছিল?
- উওর--৩০ মার্চ,২০১৮ সাল
- ১৭.বাংলাদেশে প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু হয়ছিল কত সালে?
- উওর-- ২০০৭ সালে।
- ১৮.স্যাটেলাইট এর জন্য কত সালে এবং কোন দেশের আন্তর্জাতিক স্যাটেলাইট যোগাযোগ সেবা সংস্থার নিকট থেকে কক্ষপথটি বাংলাদেশ কিনেছিল ?
- উওর--২০১৩ সালে রাশিয়ার ইন্টারস্পুটনিকের কাছ থেকে।
- ১৯.জাতিসংঘের মহাকাশবিষয়ক সংস্থা এর নাম কি?
- উওর-- ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স (ইউএনওওএসএ)/ United Nations Office for Outer Space Affairs(UNOOSA)
- ২০.জাতিসংঘের মহাকাশবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্সের (ইউএনওওএসএ) হিসাবে,মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা কত?
- উওর--২০১৭ সাল পর্যন্ত মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা ৪ হাজার ৬৩৫।
- ২১.বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি কি ধরণের কাজে ব্যবহার করা হবে এবং এ ধরনের স্যাটেলাইটকে কি বলা হয়?
- উওর--বিভিন্ন ধরনের মহাকাশ যোগাযোগের কাজে ব্যবহার করা হবে। এ ধরনের স্যাটেলাইটকে বলা হয় ‘জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট’।
- ২২.এই স্যাটেলাইটের কতগুলো ট্রান্সপন্ডার রয়েছে এবং কতগুলো ভাড়া দেওয়া হবে?
- উওর--৪০টি ট্রান্সপন্ডার রয়েছে এবং এর মধ্যে ২০টি ভাড়া দেওয়ার জন্য রাখা হবে।
- ***বর্তমানে দেশে প্রায় ৩০টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আছে। এসব চ্যানেল সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে চ্যানেলগুলোর খরচ হয় ২০ লাখ ডলার বা প্রায় ১৭ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ফলে স্যাটেলাইট ভাড়ার অর্থ দেশেই থেকে যাবে। আবার স্যাটেলাইটের ট্রান্সপন্ডার বা সক্ষমতা অন্য দেশের কাছে ভাড়া দিয়েও বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ থাকবে.।
সকল তথ্য সূত্র-প্রথম আলো
For English Preparation :
0 comments: