বাংলাদেশের বর্তমান লোকসংখ্যা –
- ১৪ কোটি ৯৮ লক্ষ (তথ্য সুত্র - আদমশুমারী ২০১১).
- ১৫ কোটি ৭৯ লক্ষ ( সূত্র : অর্থনৈতিক সমীক্ষা - ২০১৫ ).
- বাংলাদেশের পুরুষ ও মহিলার অনুপাত – ১০৪.৯ : ১০০ ( সূত্র : অর্থনৈতিক সমীক্ষা – ২০১৫ )
- বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৭ %
- বাংলাদেশের সবচেয়ে কম দারিদ্র্যসীমার নিচে বাস করে – কুষ্টিয়া
- বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্র্যসীমার নিচে বাস করে – ময়মনসিংহ
- বাংলাদেশের জনসংখ্যা বেশি বাস করে – ঢাকা
- বাংলাদেশের পঞ্চম বা সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় – ২০১১ সালে ( ১৫ – ১৯ মার্চ )
- জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান – অষ্টম
- আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান – ৯৪ তম
- জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান – চতুর্থ
- জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান – তৃতীয়
- জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে প্রথম দেশ – ইন্দোনেশিয়া
- জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ এশিয়ার – পঞ্চম
- বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা – ঢাকা জেলা
- বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা – বান্দরবন
- ঢাকা বিশ্বের কততম মেগাসিটি – ১৬তম ( বর্তমান বিশ্বে মেগাসিটি ২৬ টি )
- বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা – ৭-১৬ বছর
- বাংলাদেশের কিশোর অপরাধ কেন্দ্র অবস্থিত – টঙ্গীতে
- বাংলাদেশে কিশোরী অপরাধ কেন্দ্র অবস্থিত – কোনাবাড়িতে (গাজীপুর)