বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১
....................................* বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে প্রবেশ করলো বাংলাদেশ।
* উৎক্ষেপনের তারিখ- ১২.৫.২০১৮ (বাংলাদেশ সময়ে রাত ২:১৪মিনিট)
* উৎক্ষেপন স্থান- জন এফ কেনেডি গ্রাউন্ড, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
* গ্রাউন্ড স্টেশন- গাজীপুর ও বেতবুনিয়া
* কক্ষপথ দূরত্ব: আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার
* বাজেট: ২৯৬৭.৯৫ কোটি টাকা
* প্রকল্প ব্যায়:- ২৭৬৫ কোটি টাকা
* বাংলাদেশি অর্থায়ন: ১৩১৫ কোটি টাকা
* আয়ু: ১৫ বছর
* ওজন:-৩.৭ টন
* ডিজাইন ও তৈরি: থ্যালাস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স
* রকেট: যুক্তরাষ্ট্রের স্পেসএক্স এর ফ্যালকন ৯
* অবস্থান: ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার কক্ষপথে
* ট্রান্সপন্ডার:৪০টি
*৪০ টি ট্রান্সপন্ডারের মধে্য ২০ টি রাখা হবে ভাড়া দেওয়ার জন্য।যা থেকে বৈদেশীক মুদ্রা আয় হবে।
*ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ হবে।
*ঝড় বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা সচলরাখতে সসহায়তা করবে এই স্যাটেলাইট।
* ব্যান্ডউইথ:১৬০০ মেগাহার্জ
* ফুটপ্রিন্ট/কভারেজ: ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত
* ভাড়া দিয়ে বছরে আয় হবে:১.৪০ কোটি ডলার
* প্রধান কাজ: টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করা
0 comments: