বাংলাদেশে বিষয়াবলী ও সংবিানের গুরুত্বপূর্ণ অংশ ( Previous year question included )
১। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ১৩ টি ভাষায় অনূদিত হয়৷ ২০১৮ সালের ১৫ মার্চ সর্বশেষ থাই ভাষায় অনূদিত হয়৷
বাংলাদেশের প্রথম মানব রোবট
= টিনটিন
০১। কোন বছরকে বাংলাদেশ-চীন বন্ধুত্বের বছর বলা হয়?
=২০১৭ সাল।
০২। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কতজন ভারতীয় শহীদ হয়েছিলেন ?
=১৯৮৪ জন।
০৩। বাংলাদেশ মোট কতজন ভারতীয় শহীদকে সম্মাননা দিয়েছে?
=১৬৬৮ জন।
০৪। মুক্তিযুদ্ধ বিষয়ক ডিজিটাল পাবলিক লাইব্রেরীর নাম কী?
=মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ।
০৫। বাংলাদেশের কোন পণ্য নতুন করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের সু্যোগ পেয়েছে?
=আম।
২।বাংলাদেশ কত তম দেশ হিসেবে কসোভোকে স্বীকৃতি দান করে?
=১১৪ তম দেশ।
৩। কয়টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
=১৫১ টি দেশ।
=১১৪ তম দেশ।
৩। কয়টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
=১৫১ টি দেশ।
৪।চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ বাঁশ ও কাঠ।
৫। পাকশী কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ আখের ছোবরা
৬। শালবন বিহার কোথায় অবস্থিত? [৩৩ তম প্রিলিমিনারি] [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত।
৭।উত্তরা গণভবন কোথায় অবস্থিত? [১৯ তম প্রিলিমিনারি] [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত। A
৮।পাহাড়তলী কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য। এটি চট্টগ্রামে অবস্থিত।
৯।সন্তোষ কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কাগমারী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এটি টাঙ্গাইলে অবস্থিত।
১০।BIISS এর পূর্ণরূপ কী? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ Bangladesh Institute of International and Strategic Studies.
১১।BIRDEM এর পূর্ণরূপ কী? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetic Endocrine and Metabolic Disorder.
১২। ঢাকার বিখ্যাত তাঁরা মসজিদের নির্মাতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মির্জা আহমেদ খান।
১৩।ঢাকার বড় কাটারার নির্মাতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ সুজা।
১৪।শাহ সুলতান বলখীর মাজার কোথায়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে।
১৫।বাবা আদম শহীদের মাজার কোথায়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বগুড়ার আদমদীঘিতে।
১৬। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাঙ্গামাটি।
১৭।আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারায়নগঞ্জ।
১৮।বাংলাদেশে নদীভিক্তিক থানা কয়টি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১০ টি।
১৯।কার্জন হল কখন নির্মিত হয়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি
২০।পাকিস্থান কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৩ সেপ্টেম্বর ১৯৭৪।
২১।ময়নামতি কেন বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রাচীন বৌদ্ধসভ্যতার জন্য।
২২।১৯০৫ সালে ঢাকাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয় তার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পূর্ব বঙ্গ ও আসাম।
২৩। নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের প্রাদেশিক গভর্নর কে ছিলেন? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্যার ব্যামফিল্ড ফুলার। (তখন সমগ্র ভারেতর গভর্নর ছিলেন—লর্ড কার্জন
২৪।বাংলাদেশের কোথায় সাদা মাটি পাওয়া যায়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায়।
২৫।বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? [৩৭ তম প্রিলি] [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।
২৬। বাংলাদেশের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ ভাগে।
২৭।বাংলাদেশের জাতীয় স্মৃতিস্থম্ভ কয়টি? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫ টি।
২৮। কোন কোন পানিতে গলদা এবং বাগদা চিংড়ি চাষ করতে হয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্বাদু ও স্বচ্ছ পানিতে গলদা চিংড়ি এবং লবণাক্ত পানিতে বাগদা চিংড়ি চাষ কর হয়।
২৯।৪. মুজিবনগর দিবস পালিত হয় কত তারিখে?
- ১৭ এপ্রিল
৩০। সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
- ৯ বর্গ কি.মি.
৩১। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট মোট কতটি আসন লাভ করে?
- ২৩৬ টি ( প্রাদেশিক পরিষদের ৩০৯ আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় ২৩৬ (মুসলিম ২২৩ + অমুসলিম১৩=২৩৬টি)
৩২।নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
- মেঘনা নদী
৩৩।পারকী সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?
- চট্টগ্রাম
৩৪।কোন মুসলিম শাসক সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন ইলিয়াস শাহ
৩৫।আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কত জন?
- ৩৫ জন
৩৬।। সংবিধানে রাষ্ট্রধমর্ম সম্পর্কিত বিধান কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবিধানের ২(ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মও সমমর্যাদা পাবে।
৩৭। সংবিধানের প্রাধান্য সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৭ নং অনুচ্ছেদ।
৩৮। চলাফেরার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৬ নং অনুচ্ছেদ।
৩৭।সমাবেশ করার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৭ নং অনুচ্ছেদ।
৪০। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা কী কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলাদেশের নাগরিক, ২৫ বছর বয়স ও ভোটার তালিকায় নাম থাকতে হবে।
৪১।। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা কী কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিক হলে ইত্যাদি।
৪২।বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা আছে?
উত্তরঃ সংবিধানের তৃতীয় ভাগে ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্মন্ধে বলা হয়েছে।
৪৩। ‘ইনডেমনিটি’ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Indemnity এর অর্থ হলো; শাস্তি এড়াবার আইনী ব্যবস্থ। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা ও একই বছর কারাগারে ৪ নেতার হত্যার বিচার এড়ানোর জন্য ১৯৭৫ সালে এই ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি হয়। এটি বাতিল হয় ১৯৯৬ সালের ১২ ই জুন।
৪৪।বাংলাদেশে সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাজিংডং বা বিজয়। এর উচ্চতা ১২৩১ মিটার। এটি বান্দরবন জেলায় অবস্থিত।
৪৫।স্থানীয় সরকার কয় স্থর বিশিষ্ট? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩ স্থর। জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।
৪৬।লালবাগ কেল্লার নির্মাতা কে? [৩৬ তম প্রিলি] [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহজাদা আজম ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং শায়েস্তা খান শেষ করেন।
0 comments: