আন্তর্জাতিক বিষয়াবলি পর্ব- ০১
বিখ্যাত সীমারেখা এবং লাইনঃ১। ১৭ তম উত্তর অক্ষরেখাঃ সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত রেখা।
২। ২৪ তম উত্তর অক্ষরেখাঃ পাকিস্তান ও ভারতের মধ্যকার কচ্ছ এলাকার সীমান্ত রেখা। এ রেখা বরাবর ১৯৪৮ সালে দুই দেশের মাঝে যুদ্ধ হয়।
৩। ৩২ ও ৩৬ তম উত্তর অক্ষরেখাঃ ইরাকের যথাক্রমে দক্ষিণ ও উত্তরে অবস্থিত নো ফ্লাই জোন।
৪। ৩৮ তম উত্তর অক্ষরেখাঃ উত্তর ও দক্ষিণ কোরীয়ার সীমানা চিহ্নিত রেখা।
৫। ৪৯ তম উত্তর অক্ষরেখাঃ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা।
৬। ব্লু লাইনঃ লেবানন ও ইসরাইলের সীমান্তবর্তী রেখা।
৭। লাইন অব একচুয়াল কন্ট্রোলঃ চীন ও ভারতের সীমান্তরেখা।
৮। প্লিমসল লাইনঃ অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখা।
৯। পারপল লাইনঃ ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় প্রতিষ্ঠিত রেখা।
১০। কার্জন লাইনঃ পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ১৯১৯-২০ সালের যুদ্ধের সময় চিহ্নিত রেখা।
১১। র্যাডক্লিফ লাইনঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর স্যার সাইরিল র্যাডক্লিফ কর্তৃক ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্নিত রেখা।
১২। ম্যাজিনো লাইনঃ জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মানি-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
১৩। হিন্ডারবার্গ লাইনঃ ১ম বিশ্বযুদ্ধের সময় জার্মানি এই রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল। এটি জার্মানি ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতরেখা।
১৪। ডুরান্ড লাইনঃ স্যার হেনরী মর্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের সীমানা চিহ্নিত রেখা। বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা রেখা।
১৫। ম্যাকমোহন লাইনঃ স্যার ম্যাকমোহন কর্তৃক ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিত রেখা।
১৬। সনোরা লাইনঃ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী রেখা।
১৭। ওডেরনিস লাইনঃ ২য় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত রেখা।
১৮। গ্রিন লাইনঃ ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল কর্তৃক প্রতিষ্ঠিত রেখা
১৯। লাইন অব কন্ট্রোলঃ ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা।
২০। সিগফ্রিড লাইনঃ জার্মানি কর্তৃক জার্মানি-ফ্রান্স সীমান্তে সুরক্ষিত সীমারেখা।
২১। ফচ লাইনঃ ১ম বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যকার সীমারেখা।
২২। ট্রারলেভ লাইনঃ এ লাইন ইসরাইলে ম্যাসিঞ্জো লাইন নামে পরিচিত। সর্বাধিক ব্যয়বহুল ও সুরক্ষিত এই লাইন নির্মাণ খরচ প্রায় ৩৪ কোটি ডলার।
*** উত্তর আফ্রিকার অধিকাংশ দেশের সীমারেখা - জ্যামিতিক আকারের।
.
0 comments: