Monday, October 15, 2018

BCS Preparation:ইতিহাস ও মুক্তিযুদ্ধ

BCS Preparation:ইতিহাস ও মুক্তিযুদ্ধ
BCS Preparation:ইতিহাস ও মুক্তিযুদ্ধ

★ এই টপিকস্ থেকে ৩-৫ নম্বর কমন পড়বে ★


১. লাহোর প্রস্তাব কবে পেশ করা হয় :- ২৩মার্চ,১৯৪০
২. বাংলার প্রথম মুখ্যমন্ত্রি/ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রি কে? :- এ,কে, ফজলুল হক। (শেষ মুখ্যমন্ত্রি :- হোসেন শহিদ সোহরাওয়ার্দী)

৩. বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় :- ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ)
৪. ভারতের সর্বশেষ গভর্নর / স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল :- লর্ড মাউন্টব্যাটেন।

৫. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে করেছিলেন :- ধীরেন্দ্রনাথ দত্ত( ২৩ ফেব্রুয়ারা, ১৯৪৮)
৬. "সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ" - কবে গঠিত হয় :- ৩০ জানুয়ারি, ১৯৫২।

৭. ৫২ এর ভাষা আন্দোলনের সময় তৎকালীন পাকিস্তানের জনসংখ্যার শতকরা কতভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা :- ৫৬%
৮. বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্টিত হয় :- ২৩জুন,১৯৪৯।

৯. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে :- ৩ এপ্রিল, ১৯৫৪। (গঠিত হয় ৪ ডিসেম্বর ১৯৫৩)
১০. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল :- 'বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা'

১১. ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে কয়টি লাভ করে :- ২২৩টি।
১২. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক :- নৌকা

১৩. আওয়ামীলীগের প্রতিষ্টাকালীনসময়ে শেখ মুজিবুর রহমান কী ছিলেন :-যুগ্ন সম্পাদক
১৪. পাকিস্তানের শাসনতন্ত্র/ সংবিধান কার্যকর হয় :- ২৩মার্চ,১৯৫৬

১৬. পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয় :- ২৩ মার্চ/১৯৫৬।
১৭. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় :- ২৩ মার্চ,১৯৫৬

১৮. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় :- ৭অক্টোবর , ১৯৫৮,
১৯. কেন্দ্রীয় শহিদ মিনার আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করা হয় :- ২৩ ফেব্রুয়ারি,১৯৫২।

২০. ঐতিহাসিক ৬ দফা কে, কবে, কোথায় ঘোষণা করেন?
:- ৫ফেব্রুয়ারি ১৯৬৬, শেখমুজিবুর রহমান, লাহোরে।

২১. ৬দফার প্রথম দফা কি ছিল:- স্বায়ত্তশাসন।
২২. আগড়তলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় :- ৩জানুয়ারি, ১৯৬৮,

২৩. আগড়তলা ষড়যন্ত্র মামলার মোট আসামী কতজন :- ৩৫ ( প্রধান আসামী শেখমুজিবুর রহমানসহ)
২৪. আগড়তলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল :- "রাষ্ট্রদোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য "

২৫. আগড়তলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় :- ২২ফেব্রুয়ারি, ১৯৬৯
২৬. শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়? :- ২৩ফেব্রুয়ারি,১৯৬৯। (রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ এই উপাধি দেন)

২৭. শহিদ আসাদ নিহত হয় :- ২০ জানুয়ারি,১৯৬৯ (আসাদ দিবস ২০ জানুয়ারি)।
২৮. গণঅভ্যুত্থান দিবস :- ২৪ জানুয়ারি।

২৯. পূর্ব পাকিস্তানের নামকরণ "বাংলাদেশ" করা হয় কবে:- ৫ডিসেম্বর, ১৯৬৯। (বঙ্গবন্ধু এই নাম রাখেন)
৩০. পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্টিত হয় :- ৭ ডিসেম্বর, ১৯৭০


৩১. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ পূর্বপাকিস্তানের জাতীয় পরিষদের কতটি আসনে জয়ী হয় :- ১৬৭ (১৬৯ এর মধ্যে)
৩২. ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামীলীগ কতটি আসন পায় :- ২৮৮ টি (৩০০টির মধ্যে)।

৩৩. ভাষা আন্দোলনের সময় পূর্ববাংলার মূখ্যমন্ত্রি ছিলেন :- নুরুল আমীন
৩৪. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি ছিলেন :- খাজা নাজিমউদ্দিন।

৩৫. আগড়তলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুর হককে গুলি করে হত্যা করা হয় কবে:- ১৫ফেব্রুয়ারি,১৯৬৯।

মুক্তিযুদ্ধ

১. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 
:- ২মার্চ, ১৯৭১। (ঢাকা বিশ্ববিদ্যালয়ে,ডিজাইনার :- শিব নারায়ন দাস)

২. বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন :- আ,স,ম,আব্দুর রব।
৩. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়?
:- ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

৪. শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় কবে? :- ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে। (আ,স,ম, আব্দুর রব এই উপাধি দেন)

৫. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কখন, কোথায় সংগঠিত হয় :- ১৯মার্চ,১৯৭১। গাজীপুরে।
৬. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা গড়ে তোলেন :- ইস্টবেঙ্গল রেজিমেন্ট।

৭. মুক্তিযুদ্ধ শুরু হয় কত তারিখ থেকে :- ২৬মার্চ।
৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায়, কবে স্থাপন করা হয় :- ২৬ মার্চ,১৯৭১,চট্টগ্রামের কালুরঘাটে ( ৩০মার্চ,১৯৭১ সম্প্রচার বন্ধ হয়ে যায়।)

৯. যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দি করে রাখা হয় :- মিওয়ালি কারাগার, করাচি।
১০. শেখ মুজিবুর রহমানের কোন ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা উপ্ত ছিল?
:- রেসকোর্স ময়দানে, ৭ মার্চ

১১. বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় :-১০ এপ্রিল,৭১
১২. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী :- মুজিবনগর, মেহেরপুর জেলা (পূর্বে কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল)
১৩. মুজিবনগরের পুরাতন নাম কি :- বৈদ্যনাথতলার ভবের পাড়া।

১৪. কে বৈদ্যনাথতলার নাম রাখেন মুজিবনগর? :- তাজউদ্দিন আহমেদ।
১৫. মুজিবনগরে কোন স্বাধীনতার ঘোষণা করা হয় :- ১০এপ্রিল,১৯৭১।
১৬. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন :- ১৭ এপ্রিল ( এই দিনেই প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। তাই ১৭ এপ্রিল প্রজাতন্ত্র দিবস)

১৭. অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান : অধ্যাপক ইউসুফ আলী।
১৮. অস্থায়ী সরকারের সদস্য :- ৬ জন।

১৯. অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী :- মনসুর আলী।
২০. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২১. অস্থায়ী সরকারের সচিবালয় ক্যাম্প অফিস :- ৮ থিয়েটার রোড, কলকাতা।
২২. কে, কোন তারিখে বিদেশী মিশনে বাংলাদেসের পতাকা উত্তোলন করেন :- ১৮ এপ্রিল ১৯৭১। (ভারতের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে)


২৩. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় :- ১১ টি।
২৪. ব্যতিক্রমী সেক্টর :- ১০ নং ( নৌসেক্টর, নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেননা)
২৫. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয় :- ৬৭৬ জন (অপশনে ৬৭৭ থাকলে অবশ্যই ৬৭৭ দাগাবেন)

খেতাব :-
বীরশ্রেষ্ঠ :- ৭ জন। বীরউত্তম : ৬৮ (৬৯ থাকলে ৬৯), বীরবীক্রম :- ১৭৫, বীরপ্রতীক : ৪২৬ জন।
২৬. সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন :- ২নং
২৭. কাঁকন বিবির বাড়ী :- সিলেট।

২৮. দেশের একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা :- ইউ,কে,চিং মারমা।
২৯. মুক্তিযুদ্ধে ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল : ৩ টি ( Z, K, S FORCE)
৩০. সাইমন ড্রিং কোন দেশের সাংবাদিক? :- ব্রিটিশ

৩১. একমাত্র বিদেশী খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা :- হোয়াইল হেমার ওয়াডার ল্যান্ড।
৩২. তিনি কোন দেশেরর নাগরিক :- অস্ট্রেলিয়া (জন্ম :- নেদারল্যান্ড)

৩৩. September on jessore road কার রচনা :- মার্কিন কবি এলেন গিনেসবার্গ।
৩৪. Concert for Bangladesh এর আয়োজক : জর্জ হ্যারিসন (যুক্তরাজ্য), রবিশংকর (ভারত)

৩৫. Concert for Bangladesh অনুষ্টিত হয় :- ১ আগষ্ট,১৯৭১, ম্যাডিসন স্কয়ার, নিউইয়র্ক।
৩৬. ভারত বাংলাদেশের যৌথবাহিনী কবে গঠিত হয় :- ২১ নভেম্বর, ১৯৭১।

৩৭.মুক্তিযুদ্ধের আত্মসমপর্নের দলিল কোথায় স্বাক্ষরিত হয় :- রেসকোর্স ময়দানে।
৩৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে 'চরমপত্র' নামে একটি কথিকা প্রচারিত হত। এর পাঠক কে? 
: এম,আর,আখতার মুকুল।

৩৯. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল :- ৮ নং
৪০. মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্য মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তার নাম কী :- টি-৩৩ ( ব্লু -বার্ড)

৪১. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোন এলাকায় অবস্থিত:- আগার গাঁও 
৪২. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে :- ভারত,৬ ডিসেম্বর ( দ্বিতীয়, ভূটান ৭ ডিসেম্বর ১৯৭১)
৪৩. ঢাকা কত নম্বর সেক্টরের অধীন:- ২ এবং ৩ ( দুইটাই থাকলে ২ উত্তর)
৪৪. ১ নং সেক্টর :- চট্টগ্রাম, ১১ নং :-ময়মনসিংহ

৪৫. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহিদ :- আব্দুর রউফ 
( শেষ শহিদ :- ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, ১৪ ডিসেম্বর, সমাধি : চাঁপাইনবাবগঞ্জ)
৪৬. জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম :- বিটলস্

৪৭. জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন :- ১৮ এপ্রিল, ১৯৭১
৪৮. কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের আগ্রহ প্রকাশ করেন : আঁদ্রে মায়েরা।

৪৯.কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক ' খেতাব লাভ করেন :- আব্দুস সাত্তার।


Read More-

1. বিসিএস প্রস্তুতি: মহাকাশে স্যাটেলাইট 


Previous Post
Next Post

TheResultsBD is a largest Education Portal for PSC Results, SSC Results, HSC Results, Exam Routine, Job Circular, Admission results and all educational tools for the students in Bangladesh.

Related Posts

0 comments: