Wednesday, November 28, 2018

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি : বাংলা সাহিত্য


১।ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন?
= ১৯২৬
২।বাংলাদেশ থেকে সংগৃহিত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত?
=:৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা
৩। কোন পত্রিকাতে মুসলমানদের মহিমা, তত্ত্ব , তথ্য ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো ?
= সুধাকর ( সম্পাদক আব্দুর রহিম)
৪। বাংলা সাহিত্যের ইতিহাসে কথ্য ভাষাকে জনপ্রিয় করার জন্য অবদান রাখা প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকা বন্ধ হয় ?
= ১৯২৭ ( শুরু ১৯১৪) ৫।পরানের গহীন কাব্যগ্রন্থের রচয়িতা ?
= সৈয়দ শামসুল হক
৬। 'ছাপান্ন হাজার বর্গমাইল'- গ্রন্থের লেখক
= হুমায়ুন আজাদ
৭। মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র - কে সম্পাদনা করে ?
= হাসান হাফিজুর রহমান
৮।বাংলা সাহিত্য চেতনা প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন ?
=সৈয়দ ওয়ালীউল্লাহ
৯। বঙ্কিমচন্দ্রের ' দুর্গেশনন্দিনী' র প্রতিক্রিয়ায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কোন উপন্যাস লিখেছেন ?
= রায়নন্দিনী
১০।'আমার পূর্ব বাংলা ' কবিতাটি কবি কে ?
=সৈয়দ আলী আহসান
১১।লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে ?
= দৌলত কাজী
১২। ১৯২৩ সালে বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক শরৎ চন্দ্রকে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন পুরস্কার দেন ?
= জগত্তারিণী


Previous Post
Next Post

TheResultsBD is a largest Education Portal for PSC Results, SSC Results, HSC Results, Exam Routine, Job Circular, Admission results and all educational tools for the students in Bangladesh.

Related Posts

0 comments: