BCS Preparation- প্রথম গভর্নর কে ছিলেন? |
প্রথম গভর্নর কে ছিলেন?
(ক) এ কে ফজলুল হক
(খ) চৌধুরী খালিকুজ্জামান
অধিকাংশ বইয়ে এ দুটোই আছে
কনফিউশন ক্লিয়ার :
শেরে বাংলা এ কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন (১৯৫৬-১৯৫৮)। ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে তাকে পূর্ব পাকিস্তানের গভর্নর করেন। কিন্তু পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন (১৯৪৭-১৯৫০)। এখন চাকরির পরীক্ষায় প্রশ্নে যদি ‘পূর্ব বাংলার গভর্নর’ উল্লেখ থাকে; কিন্তু অপশনে চালমার্স বোর্ন-এর নাম না থাকে, তাহলে চৌধুরী খালিকুজ্জামান থাকলে সেটাই উত্তর দেবেন। তবে স্যার ফিরোজ খান নুন এবং চৌধুরী খালিকুজ্জামান দুটোই থাকলে - স্যার ফিরোজ খান নুন অ্যানসার দেবেন। কারণ ফিরোজ খান নুন (১৯৫০-১৯৫৩) পূর্ব বাংলার দ্বিতীয় গভর্নর ছিলেন। আর প্রশ্নে যদি ‘পূর্ব পাকিস্তানের গভর্নর’ উল্লেখ থাকে তাহলে উত্তর হবে— শেরে বাংলা এ কে ফজলুল হক। মনে রাখতে হবে— ১৯৫৬ সালে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়। তাই দুটোর উত্তর দু রকম হবে— ১) পূর্ব বাংলার প্রথম গভর্নর এবং ২) পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর।
0 comments: