বিসিএস প্রিলিমিনারি, রিটেন, ভাইভাসহ যেকোনো জব পরীক্ষার জন্য আপনাকে ইংরেজিতে ভালো করতেই হবে । তার জন্য আপনাকে B2E Translation নিয়ে ভালো ভাবে জানতে হবে ।
BCS English: B2E Translation |
Bangladesh Bank AD (statistics) 2017 পরীক্ষায় আসা B2E Translation গুলো দেখে নিও:
------------------------------*--------------------------------
★আধুনিক বিশ্বে শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া নানা কারণে গতিময় হয়ে উঠছে
In the modern world,the educational changing process has been accelerated due to different reasons
★যোগাযোগ ও আদান-প্রদানের নতুন নতুন প্রযুক্তিগত মাধ্যম, আধুনিক পদ্ধতিতত্ত্ব, সর্বাধুনিক শিক্ষা উপকরণ ও শিক্ষা সমাজের প্রতিটি পর্যায়ে দ্রুত পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে
New technological media in communication, modern methodologies and ultra-modern education materials and education can bring a rapid change at every level of the society
★শিক্ষা হল একটি সামাজিক প্রক্রিয়া যে প্রক্রিয়া দ্বারা সমাজশক্তির কর্তৃত্ব ব্যক্ত হয়
Education is a social order through which the authority of social strength is revealed
★আমাদের সমাজে এই শক্তি রাষ্ট্রকেও প্রভাবিত করে
In our society this very strength influences the state too
★আবার এদেশের শিক্ষার এক বৃহত্তম অংশ রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন পরিচালিত
Again a greater part of this country's education is run under the state control
★তাই সরকার যে শিক্ষানীতি ধার্য করেন সেই নীতি স্বাভাবিকভাবে সমাজব্যবস্থার রূপান্তর ঘটাতে সক্ষম হয়
Thus education policy,which the government imposes, can easily bring a change in social system
★সামাজিক প্রক্রিয়া হিসেবে শিক্ষার ভূমিকার স্বীকৃতি আমরা আমেরিকান প্রয়োগবাদী শিক্ষা- দার্শনিক জন ডিউয়ের আলোচনাতেও লক্ষ করি
In the discussion of John Dew, an American empiricist education philosopher, we notice the acknowledgement of education's role in social change as the social system
★তিনি বলেন, শিক্ষা শুধু একটি ভিত্তিহীন প্রক্রিয়া নয়,এটি সামাজিক প্রক্রিয়া
He says, education is not only a baseless process, but also a social procedure
★প্রক্রিয়া হল একটি আদি অন্তহীন গতি
Procedure is an endless speed
★এই গতি নিরবচ্ছিন্ন,সদা পরিবর্তনশীল
This speed is continuous and ever-changing
★শিক্ষা কোন কৃত্রিম গতি নয়
Education is not any artificial speed
★এটা মানবজীবনের স্বাভাবিক গতি প্রক্রিয়া
It is a natural system of human life
★এই প্রক্রিয়ার সাহায্যে সামাজিক পটভূমিকায় মানুষ তার জীবনকে পুনর্গঠন করে
With the help of this system and procedure, human bring reshapes his /her life on the social background
Read More:
0 comments: