BCS English Grammar Preparation: Subjunctive Words
নিচের sentence গুলো লক্ষ্য করুন।
.
.
- It is necessary that he find ( find বা should find নয়) a job.
- The doctor insisted that his patient take ( takes বা should take নয়) it easy for 4 months.
- I request that he come (comes বা should come নয়)
- It has been proposed that we change ( changed বা Should change নয়) the topic.
সাধারণরত আমরা জানি Subject যদি Third person singular number তবে verb সাথে s/es যুক্ত। কিন্তু
উপরের সব গুলো sentence এ খেয়াল করে দেখবেন that এর পরের যে verb টা আসছে সবসময় সেটার base form হয়েছে। তাহলে কেন এমনটা হলো?? উত্তর হচ্ছে Subjunctive word এর প্রভাবে। খেয়াল করে দেখুন "that" এর আগে প্রথম বাক্যে necessary , দ্বিতীয় বাক্যে insisted, তৃতীয় বাক্যে request, চতুর্থ বাক্যে proposed আছে। এই গুলো হলো subjunctive word। এইরকম আরো words আছে যে গুলোর পর that + sub + verb থাকলে verb গুলো সব সময়ই base form হয় অর্থাৎ সাথে s/es/ing/ed/d/t -- কিছুই যোগ করা যাবে না। এমন কি American English অনুযায়ী Should ও ব্যবহৃত হবে না। এই Subjunctive words গুলো অনেকেই মনে রাখতে পারে না। বেশ কঠিন মনে হয়। তাদের জন্য নিচের টেকনিকটি মনে রাখুন।
" MODERN মেয়ে RUPA তার বাবার Command অমান্য করে একজন IS জঙ্গির সাথে পালিয়ে গেছে "
- M=Mandatory,Move
- O=Obligatory
- D=Demand, Decree
- E=Essential
- R=Refer
- N=Necessary
- R=Require, Requirement, Request, Recommend
- U=Urgent, Urge
- P=Propose, prefer, preference
- A=Ask, Advice, advise
- Command
- I=Insist, Imperative, Important
- S=Suggest, Stipulate
0 comments: