এক নজরে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন
- অনুষ্ঠিত হয়েছিল :৩০ডিসেম্বর , ২০১৮
- আসন সংখ্যা = ৩০০
- প্রতীক সংখ্যা = ৬৪
- নির্বাচন ব্যয় = ৭০২ কোটি টাকা
- নিবন্ধিত দল = ৩৯
- মোট প্রার্থী = ১৮৪১ জন
- প্রার্থীর নির্বাচনী ব্যয়সীমা= সর্বোচ্চ ২৫ লক্ষ, ভোটার প্রতি ১০ টাকা
- মোট ভোটার = ১০ কোটি ৪১ লক্ষ ৯০ হাজার ৪৮০
- প্রথমবার ভোট দেয় =আড়াই কোটি
- ভোট কেন্দ্র = ৪০,১৮৩ টি
একজনরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল
ফলাফল প্রকাশিত ২৯৯টি আসনের( গাইবান্ধা -৩ স্থগিত ) মধ্যে- মহাজোট : ২৮৮টি
- ঐক্যফ্রন্ট -৭টি
- স্বতত্র-৪টি
- ====২৯৯টি
- বাংলাদেশ আওয়ামী লীগ-২৫৯
- জাতীয় পার্টি (এরশাদ)-২০
- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২
- জাতীয় সমাজতান্ত্রিক দল৩
- বিকল্পধারা বাংলাদেশ-২
- জাতীয় পার্টি (মঞ্জু)-১
- বাংলাদেশ তরিকত ফেডারেশন-১
- --
- ঐক্যফ্রন্ট -৭টি
- বাংলাদেশ জাতীয়তাবাদী-৫
- গণফোরাম -২টি
- স্বতত্র-৪টি
নতুন সরকারের নতুন মন্ত্রিসভা
- পূর্ণ মন্ত্রী ২৪ জন
- প্রতিমন্ত্রী ১৯ জন
- উপমন্ত্রী ৩ জন
- টেকনোক্রাট মন্ত্রী ৩ জন
- নারী মন্ত্রী =৪ জন (প্রধানমন্ত্রীসহ)
মন্ত্রিসভার সদস্য (২৪+১৯+৩) = ৪৬ জন ( প্রধানমন্ত্রী সহ ৪৭জন)
প্রধানমন্ত্রীর অধীনে থাকছে ছয় মন্ত্রনালয়।
সেগুলো হলো :
- ১. মন্ত্রীপরিষদ বিভাগ
- ২. জনপ্রশাসন মন্ত্রনালয়
- ৩. প্রতিরক্ষা মন্ত্রনালয়
- ৪. সশস্ত্র বাহিনী বিভাগ
- ৫. বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
- ৬. এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
0 comments: